গত কিছুদিন ধরে আমরা All Next Ver-এ Buying House Industry থেকে বেশ কিছু প্রজেক্টের রিকোয়েস্ট পাচ্ছিলাম।
তাদের ওয়েবসাইট রিকোয়্যারমেন্ট একটু ভিন্ন — eCommerce আর Corporate Website এর এক ধরনের কম্বো, যা ডেভেলপ করতে সময় ও রিসোর্স দুটোই লাগে।
সমস্যা? বাজেট তুলনামূলকভাবে কম।
আমরা যেহেতু কোয়ালিটি নিয়ে কোনো আপস করি না, তাই আমাদের টিমের জন্য এ বাজেটে কাজ করা কঠিন হয়ে যাচ্ছিল।
অন্যদিকে, শুধুমাত্র টাকার জন্য ক্লায়েন্টদের ফিরিয়ে দিতেও খারাপ লাগছিল।
তাই ভাবলাম — সমাধান খুঁজতে হবে।
💡 আমরা শুরু করলাম একটা কাস্টম টেমপ্লেট ডেভেলপমেন্ট, যেটা Buying House-দের প্রয়োজনীয়তা মাথায় রেখেই তৈরি হবে।
আমাদের ডেভেলপার Md. Nizam Uddin অসাধারণ কাজ করেছে। খুব দ্রুতই একটা সুন্দর, ফাংশনাল এবং প্রফেশনাল টেমপ্লেট দাঁড়িয়ে গেল।
🎯 আমি সেটা ক্লায়েন্টদের সামনে প্রেজেন্ট করলাম — এবং রেসপন্স ছিল দারুণ!
যা শিখলাম:
চ্যালেঞ্জ এড়িয়ে না গিয়ে, যদি তা মোকাবিলা করা যায়, তাহলে ক্লায়েন্টও খুশি, আর নিজের স্কিলও একটা লেভেল আপ নেয়।
✅ এই টেমপ্লেট এখন Buying House ক্লায়েন্টদের জন্য একটি cost-effective, efficient solution.
আমরা আমাদের কোয়ালিটিও ধরে রাখতে পারছি — এবং তার সাথেই ক্লায়েন্টদের বাজেটও রক্ষা হচ্ছে।
- Home
- Buying House Industry থেকে আসা চ্যালেঞ্জ আর আমাদের সমাধান!

Buying House Industry থেকে আসা চ্যালেঞ্জ আর আমাদের সমাধান!
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

All Next Ver
Recent Posts
Have A Projects?
Hire Us Now!
Our team will engineer great ideas into digital reality. Whether you’re starting from the beginning or scaling an existing platform, our team will deliver future-proof solutions.